English

ডা. আশীষ এর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ

ডা. আশীষ এর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। 

মঙ্গলবার ( ১৫ আগস্ট) এ ক্যাম্পের পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।

 এ সময় ডা: আশীষ ১৫ আগস্টের কালরাত্রিতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনে আত্মনিয়োগ করতে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন ।

সেখানে আরো বক্তব্য রাখেন তিতাস বার্তার নির্বাহী সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, সুদীপ দত্ত তনুসহ আরো অনেক স্থানীয় ব্যক্তিরা। তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা. আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং সমাজ সেবামূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আদনান, সার্জারি বিশেষজ্ঞ ডা. সিফাত তানজিলা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মারুফা। একই সঙ্গে প্রায় ৩০০ মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ডা. আশীষ। ক্যাম্পটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইলের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী ও প্রধান সমন্বয়ক ছিলেন পার্থ সারথী চক্রবর্ত্তী।