এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে চোরাই ৯টি মোটরসাইকেল ও ৬টি  ইজিবাইকসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। 
ফরিদপুরের নবাগত সদর সার্কেল মো: সালাউদ্দীনের নেতৃত্বে গতকাল শুক্রবার (২৫  আগস্ট) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত  শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশের একাধিক চৌকস টিম। এসময় আসামিদের নিকট থেকে চোরাই করা ৯টি  মোটরসাইকেল, ৬টি ইজিবাইক ও চুরিরকাজে ব্যবহৃত ৩টি মাস্টার কিং চাবি উদ্ধার করা হয়।
শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।
তিনি জানান, গত কয়েকদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইক চুরি হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের ৩টি চৌকস টিম ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য মো. রাসেল ওরফে মনির মাতুব্বরকে একটি 
ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক
 
                         
                          
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                





