আন্তর্জাতিক ডেস্ক:
‘‘বাংলাদেশ উন্নয়ন অভিজ্ঞতা প্রাসঙ্গিকভাবেই আলজেরিয়াসহ আফ্রিকা অঞ্চলের উন্নয়নকে আরো গতিশীল ও সমৃদ্ধ করবে’’- একথা বলেন আরব-আফ্রিকান বিনিয়োগ ও উন্নয়ন কেন্দ্রের সভাপতি আমিন বোতালবি। অতি সম্প্রতি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ‘আরব-আফ্রিকান বিনিয়োগ ও উন্নয়ন কেন্দ্র’ কর্তৃক দু‘দিন ব্যাপী স্বনাম ধন্য পাঁচতারকা হোটেল ‘‘শেরাটন’’-এক বাণিজ্য মেলার আয়োজন করে। এ মেলার কন্ফারেন্স- এ রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন তাঁর বক্তব্যে আফ্রিকায় আরব বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অনুরোধ জানানোর প্রেক্ষিতে সভাপতি আমিনবোতালবি রাষ্ট্রদূতের পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে এ মন্তব্য করেন।
এ বাণিজ্য মেলায় আফ্রিকা ইউনিয়নের প্রতিনিধি, সুদানের বাণিজ্যমন্ত্রী এবং আলজিয়াসের মন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ প্রতিনিধি যোগদান করেন। আফ্রিকার চার‘টি দেশ এবং বাংলাদেশ মেলায় স্টল দিয়ে তাদের রপ্তানীযোগ্যপণ্য প্রদর্শন করেছে। এছাড়াও, আলজেরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীগণ এতে অংশ গ্রহণ করেন।
এ মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টলে দেশের রপ্তানিযোগ্য পণ্য; তৈরী পোষাক, নকশীকাঁথা, মসলা, পাট ও চাঁদরসহ অন্যন্য পণ্যের প্রদর্শনী করা হয়। স্টলের দেয়ালে গার্মেন্ট কারখানাসহ তৈরী পণ্য, চামড়াজাত পন্য, ওষুধজাতপণ্য এবং চিংড়ি মাছ চাষ করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অভাবনীয় সাফল্যের উপর ছবি টাঙ্গানো হয়। মেলায় আগমণকারী ব্যক্তিগণ প্রদর্শিত পণ্যে হাতে ধরে গুণগতমান অবহিত হন। এছাড়া, অনেকে বাংলাদেশী চিড়া ভাজা স্বাদের প্রসংশা করেছেন।
এ মেলার সাইড লাইনে বি ২ বি সেশনে দূতাবাসের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা অংশ গ্রহণ করেন। এ মেলায় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের ব্যাপক প্রচার ঘটেছে এবং আলজেরিয়াসহ অন্যান্য দেশে বাংলাদেশী পণ্যের বাজার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে বলে দূতাবাসও অন্যান্যরা মনে করছে। রাষ্ট্রদূত ও সুদানের বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ প্রতিনিধি এ মেলা ঘুরে দেখেন। উল্লেখ বাংলাদেশর রাষ্ট্রদুত জুলকার নায়েন , বাংলাদেশ থেকে জনশক্তি , আইটি , গ্যাস সিলিন্ডারসহ আলজেরিয়ার প্রযোাজনীয় অন্যান্য পন্য নেওয়ার প্রস্তাব দেন ।