চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ ২ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত তোহরুল ইসলামের ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়ার মৃত মোকসেদ আলী শেখ ওরফে মুকুর ছেলে সেবাদুল ইসলাম (৫০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম-পিপিএম এর নির্দেশনায় এবং আমার
তত্বাবধানে এসআই আসগর আলী পিপিএম এর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
তিনি আরও জানান, ৪ মার্চ সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ সাগর ও সেবাদুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।