ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীকে স্কুলে যেতে বাঁধা সহ নানা রকম ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে বুধন্তী ইউনিয়নের সেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন পরিস্তিতি দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীর অভিভাবক উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রধান শিক্ষকের অসদাচারণের বিষয়গুলো নিয়ে অভিযোগও দিয়েছেন।
জানা গেছে, উপজেলার সেমড়া গ্রামের বাসিন্দা মোঃ হেলাল মিয়ার কন্যা জান্নাতুল মাওয়া সেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী । তার শ্রেণি রোল নং- ৪৬। জান্নাতুল মাওয়া সে তার পারিবারিক অসুবিধার কারণে কিছু দিন স্কুলে যেতে পারেননি। তার পরিবারের অসুবিধা কাটিয়ে উঠার পর গত ৯-১১-২০২২ তারিখে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে উপস্থিত হলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাচ্চু মিয়া তার সহকারি শিক্ষককে জান্নাতুল মাওয়ার হাজিরা খাতায় উপস্তিতি নিতে বাঁধা প্রদান করেন। এমন কি অশ্লীষ ভাষায় গালাগাল করেন তিনি।
এ বিষয়ে ক্ষুদে শিক্ষার্থীর বাবা মোঃ হেলাল মিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জান্নাতুল মাওয়া কে তার বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার কথা বলেন। এসময় জান্নাতুল মাওয়াকে বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীর বাবাকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নানা রকমভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনসহ অকথ্য ভাষায় গালাগালি করেন। এসব বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাচু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না। ইউএনও , টিএও স্যার বলতে পারবেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মানিক মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তবে প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত ভাবে এর জবাব চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।