English

ব্রাহ্মণবাড়িয়ার রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ব্যাচ ২০০১ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের ব্যবহার্যে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন ও সাবেক চেয়ারম্যান আলী আকবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী উজ্জল আহাম্মেদ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থী জাকির খান, নজরুল ইসলাম, সুব্রত দাস, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সাংবাদিক রাসেল আহম্মেদ সোহাগ, সৈকত আহাম্মেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, ২০০১ ব্যাচ কর্তৃক আয়োজিত এ কার্যক্রম সত্যিকার অর্থে প্রসংশার দাবিদার। ২০০১ ব্যাচের মত স্কুলের অন্যান্য ব্যাচগুলোও যদি বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

সভাপতির বক্তব্যে রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক ২০০১ ব্যাচের সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।