English

বিজয়নগরে শোক দিবসে ৩০ হাজার চারাগাছ বিতরণ

বিজয়নগরে শোক দিবসে ৩০ হাজার চারাগাছ বিতরণ
সারাদেশ চট্টগ্রাম

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ৩০ হাজার চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব গাছের চারা বিতরণ করা হয়। শোক দিবসে আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আগত অন্যদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্ত এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাছুম, মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ।