ভোটের মাঠে প্রতিনিয়তই আচরণবিধি লঙ্ঘণ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ—১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া। নগদ টাকা বিলি, মহাসড়ক অবরুদ্ধ করে প্রচারণা এবং ভুড়িভোজ করানোর মত অভিযোগে অভিযুক্ত কেটলি প্রতীকের এই প্রার্থী। এবার তার আচরণবিধি লঙ্ঘণের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন আসনটির ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মর্তুজা পাপ্পা। গত শুক্রবার এই অভিযোগ দায়ের করেন তিনি।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ—১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী বর্তমান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ডামি প্রার্থী গাজী গোলাম মতুর্জা পাপ্পা। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। অভিযোগ উঠেছে, শাহজাহান আলোচিত এক ভূমিদস্যু মহলের পৃষ্ঠপোষকতায় নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শাহজাহান তার নির্বাচনী হলফনামায় নগদ কোনো অর্থ না দেখালেও ভোটের মাঠে নেমে ওই ভূমিদস্যু মহলের সহযোগিতায় অর্থের খেলায় মেতেছেন— এমন অভিযোগ নৌকার প্রার্থী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
ইতিমধ্যেই, শাহজাহানের পক্ষে দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর কেটলির প্রচারণায় নেমে প্রকাশ্যে নগদ টাকা বিলি করেছেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রকাশিত হয়। ভোটের মাঠে টাকা ছড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের পাশাপাশি এসব অর্থের উৎস কী— সেই প্রশ্নও সামনে এসেছে।
এদিকে, একেরপর এক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে গেলেও শাহজাহান ভূইয়া যেন ড্যামকেয়ার মুডে আছেন। আচরণবিধি লঙ্ঘন করে ভুড়িভোজের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মহাসড়ক অবরুদ্ধ করে মিছিল ও গণসংযোগের অভিযোগও আনা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর বিকেলে স্বতন্ত্র এমপি প্রার্থী শাহজাহান ভূইয়া এবং তার নির্বাচনী পক্ষের নিয়োগকৃত কর্মীরা উপজেলার আতলাশপুর এলাকায় মুড়াপাড়া প্রধান সড়কে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে মিছিল এবং পথসভা করেন।
অভিযোগে বলা হয়, শাহজাহান ভূইয়ার সমর্থক মোশারফ সহ বিতর্কিত ব্যক্তিরা আগ্নেয়াস্ত্রসহ নির্বাচনি পথসভা এবং গণসংযোগে শোডাউন কেও যাচ্ছেন।
এর আগে গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর অনুমতি বিহীন পথসভা করেন এবং এ সময় পথসভায় উপস্থিত বিভিন্ন সমর্থকের কাছে ঘুষ আকারে নগদ অর্থ বিতরণ করেন।
গত ২৮ ডিসেম্বর দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা বাজার এলাকায় শাহজাহান ভূইয়া ভোটারদের ‘কেটলী’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করে জনসভা এবং ভুরিভোজের আয়োজন করে। যা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশ হয়।
এছাড়াও শাহজাহান তার নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য প্রদান এবং মিথ্যাচার করে যাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে, অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে, জেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে অভিযোগপত্র পৌছেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।