জুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও ।ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে টিকিট পেতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ রেল ভ্রমণকারি যাত্রীদের। নতুন নিয়মে রেজিস্ট্রেশন করতেও বিপাকে পড়তে হচ্ছে অনেককে। টিকিট অনলাইনকরণ ও কাউন্টারে টিকিট না থাকার কারনে দালাল সিন্ডিকেটের দখলে টিকিট।
দালালদের উপর ক্ষুব্দ হয়ে স্টেশন মাস্টার নিজেই জানালেন টিকিট কালোবাজারি দালালদের নাম। তিনি জানান,এখানে লাবু ,মেহের ,রনি,জাহাঙ্গীরসহ ১০/১২ জনের একটি প্রভাবশালি বর চক্র এ কাজ গুলি করছেন।
রেল স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকেট পাওয়া এখন যাত্রীদের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে কাউন্টার মাস্টারের কাছে শত সুপারিশ করলেও মিলছে না কাঙ্খিত টিকিট,অথচ স্টেশনের আশাপাশে একটু ঘোরাঘুরি করে টিকেট খুঁজলে অতিরিক্ত দু’তিনগুন দামে মিলে যায় ট্রেনের টিকিট।
রেল ভ্রমনের যাত্রিরা জানায়,অর্ধেক টিকিট কাউন্টার থেকে অর্ধেক টিকিট অনলাইনে ক্রয়ের বিধান দিয়েছে রেল কৃর্তপক্ষ। কিন্তু কালোবাজারীরা কাউন্টারে তাদের অনুগত লোক দাঁড় করিয়ে টিকেট সংগ্রহ করে এক্ষেত্রে অসাধু রেল কর্মচারীদের যোগসাজস আছে বলে অনেকে মনে করেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে হাইস্প্রিড নেটে বিভিন্ন কম্পিটারের দোকান থেকে মুহুর্তের মধ্যে ক্রয় করে আসন খালি করে ফেলে তারা।
যাত্রিরা অভিযোগ করেন, স্টেশনের কিছু অসাধু কর্মচারী ও স্টেশনের আশপাশের প্রভাবশালীদের হাতে এসব টিকিট চলে যায়। তাদের মাধ্যমে দালালদের মাঝে বন্টন হয়।কর্তৃপক্ষের নজরদারির অভাবে বেপরোয়া হয়ে উঠেছে এই চক্র বলে জানান যাত্রিরা।
অনুসন্ধানি রিপোর্টে দেখা গেছে , সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সার্ভার থেকে হাওয়া হয়ে যায় সব টিকিট। আর কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট মিলছে না। তবে বাড়তি টাকা দিয়ে স্টেশনের বাইরে পাওয়া যায় রেলের টিকিট।
জানা গেছে, ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের সদস্য আছে এ চক্রের অন্যতম সদস্য লাবু। প্রভাবশালী এই চক্রের নিয়ন্ত্রণে ট্রেনের সব টিকিট। ফলে বাধ্য হয়েই যাত্রীদের স্টেশনের বাইরে থেকে বাড়তি টাকা দিয়ে টিকিট কিনতে হয়।
নাম প্রকাশে অনচ্ছিুক এক যাত্রি জানান, রেল স্টেশনের পাশেই দেখা মেলে দালাল চক্রের লাবু নামের এক সদস্যের সাথে ।স্টেশনে টিকিট না পেয়ে তার কাছে দ্বীগুন দামে কিনতে হয় টিকেট কিন্তু আমি টিকিটে দেয়া আসনে গিয়ে দেখি আরেক যাত্রি বসা ,রেলে কর্মরত টিটি টিকিট চেক করে বলে দালাল আমায় জাল টিকিট দিয়েছে এর ফলে রেলে পুণরায় আমায় টিকেট ক্রয় করতে হয় ।
দালাল চক্রের সদস্য ‘লাবুর’কাছে টিকিট করতে গিয়ে দেখা যায় যে কোন টিকিট দশ মিনিটের মধ্যে দ্বীগুন দামে যাত্রীর নিজ ভোটার আইডি দিয়ে টিকেট বানিয়ে দিচ্ছেন ,তাদের কাছে রেলের টিকিট কাটা স্টেশনের স্টাফদের থেকেও সহজ।
ভুক্তভোগী একাধিক যাত্রী অভিযোগ করেন, ট্রেনের টিকিট চক্রের সঙ্গে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত রয়েছেন,নয়তো স্টেশনে তাদের সামনে কেমন করে টিকেট বিক্রি করে কালোবাজারিরা। এর বাইরে টিকিট কালোবাজারিতে জড়িত রয়েছেন স্টেশনের ভেতরের দোকানদারসহ স্থানীয় নেতারা।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের মাস্টার আকতারুজ্জামান বলেন, স্টেশনের আসপাশে দালালরা টিকিট বিক্রি করতেছে, তাদের জন্য আমাদের প্রায় বিপাকে পড়তে হয় ।এ বিষয়ে আমরা আমাদের রেলওয়ে প্রশাসনকে জানাই একদিন আমাদের রেল কতৃপক্ষ অভিযান পরিচালনা করতে আসে কালোবাজারি দালালরা খবর পেয়ে পালিয়ে যায় তাই তাদের ধরা সম্ভব হয়নাই ।
ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ