English

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি আটক
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক।

এর আগে একই দিনে বেলা ১১টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। আটক মো. স্বপন মিয়া (৫০) কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিক কান্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্ট জমা দিলে, যাচাই-বাছাই করার সময় তার পাসপোর্টি ইমিগ্রেশন ডাটাবেইজে কালো দেখায়। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তার বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর তিতাস থানায় একটি হত্যা মামাল হয়। ফলে তিনি হত্যা মামলার অন্যতম আসামি।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, আটক ব্যক্তি ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আখাউড়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।