English

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ জন

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ জন
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গত সোমবার রাতে আখাউড়া - ধরখার সড়কের টানমান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার(১৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আখাউড়া উপজেলার জাঙ্গাল গ্রামের ওবায়দুল হক, গঙ্গাসাগর গ্রামের মো. বিজয় ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের আজিজুল হক। তাদের কাছ থেকে রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আখাউড়া থানার পুলিশ জানায়, ডাকাতির  প্রস্তুতকালে সড়কে জড়ো হওয়ার খবরে এস.আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে টানমান্দাইল এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এস আই মোবারক বাদী হয়ে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।পূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে থানা পুলিশ জানায়।