English

আশুগঞ্জের কেন্দ্রগুলোতে নেই ভোটার সমাগম, ৪০ মিনিটে ৪ ভোট

আশুগঞ্জের কেন্দ্রগুলোতে নেই ভোটার সমাগম, ৪০ মিনিটে ৪ ভোট
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 ব্রাহ্মণবাড়িয়া--২ (আশুগঞ্জ - সরাইল) উপনির্বাচনে নেই  তেমন ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে।  আশুগঞ্জ উপজেলা তারুয়া শালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট গ্রহণ সাড়ে আট টা হলেও ইভিএম মেশিনের টাইম সেটিংয়ের কারণে ভোট শুরু হয় মূল টাইমের ১২ মিনিট পর। তাছাড়া কেন্দ্রে ৯ টা অবদি ভোটার উপস্থিতি ছিলেন ৫ জন। কেন্দ্রটির ৬ টি কক্ষে ৩ টিতে নেই এজেন্ট। এর মধ্যে কেন্দ্রটির ১ ও ২ নং কক্ষে ছিলো শুধু গোলাপ ফুল মার্কা জহিরুল ইসলামের এজেন্ট ও লাঙ্গল মার্কা আব্দুল হামিদ ভাসানীর এজেন্ট।

অন্যদিকে একই উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। এই বিদ্যালয়ের পুরো কেন্দ্রটিতে রয়েছে ১২ টি কক্ষ। সবগুলোই মহিলাদের জন্য।
প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, ৪০  মিনিটে ৪টি ভোট গ্রহণ হয়েছে।

 আড়াইসিধা গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সী রাসিয়া বেগম  ভোট দিতে আসে এই কেন্দ্রে। কোনো রকম সমস্যা হয়নি বলে জানান তিনি। গতকাল রাতে এক ডাক্তারের কাছে জেনেছেন আজ ভোট হবে। তাই সকাল সকালই চলে আসেন ভোট দিতে।

একই গ্রামের সাফিয়া বেগম (৫৫) বাজর করতে এসে জেনেছে ভোট হচ্ছে। সদাই কিনে আড়াইসিধার এই কেন্দ্রে চলে আসেন ভোট দিতে। কিন্তৃ সাথে আনেন নি ভোট দেয়ার কোনো প্রমাণপত্র। তাই বাড়িতে ফিরে যান নিজের পরিচয়পত্র আনতে।

রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘুরে ভোটারদের উপস্থিতি দেখা মিলেনি তেমন। প্রিজাইডিং কর্মকর্তা আশিক কায়সার জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা রয়েছে ৩১৮৩ জন। তবে ভোট শুরুর এক ঘন্টায় ভোট দিয়েছে মাত্র ২০ জন। শীতের সকাল হওয়ায় ভোটারদের আনাগোনা কম বলে মনে করছেন তিনি।

এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে পুরো উপজেলায় আশুগঞ্জে ১ লাখ ৩২ হাজার ভোটার রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি আর যদি কোনো ধরনের ঘটনা ঘটে  তাহলে দ্রুত আইনের আওতায় আনা হবে।