মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক রাব্বিকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দরা।
জানা গেছে, ব্যাংকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সংবাদ প্রচার করায় কলারোয়ায় সাংবাদিক মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি (২২) প্রাণনাশের হুমকি দিয়েছে কলারোয়ার সাংবাদিক দেলোয়ার হোসেনের ছোট ভাই পরিচয় দানকারী সাগর উক্ত হুমকি প্রদান করে।
সেই অডিও এখন ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিক সাতনদী পত্রিকা সংবাদমাধ্যমের কলারোয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য।
মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি,
১৬ সেপ্টম্বর শনিবার সকাল ৯টা ২৭ মিনিটে সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। সেই সময় ০১৫১৮৯৫২০৪৮ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় সাগর। সেই নিজেকে সাংবাদিক দেলোয়ার হোসেনের ছোট ভাই বলে পরিচয় দেন।
সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক,ভাইস চেয়ারম্যান হানিফ মিয়া মহাসচিব মো: সুমন সরদার কেন্দ্রীয় সাংগঠনিক ( সিলেট) মোঃ সবুজ মিয়া সহ সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ।
দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।
ডিসিটি/ঢাকা/মোসমি/সিলেট/শেষ