English

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘূর্ণিঝড়ে ৪ পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘূর্ণিঝড়ে ৪ পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সহদেবপুর গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে  ৪ টি পরিবারের বসতঘর লন্ডভন্ডসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন  হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ছুটে যান এবং ঘটনাস্থলে  পরিদর্শন করেন।  

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ  ইরফান উদ্দিন আহমেদ দি ডেইলি সিটিজেন টাইমস  প্রতিনিধি কে  জানান, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে  ৪ টি পরিবারের বসতঘর লন্ডভন্ডসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই খবর পেয়ে উপজেলার কর্মকর্তারা দ্রুত ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।  


  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছি। আর তাদের জন্য আজ শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।