English

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা উদ্ধার আটক-১

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা উদ্ধার আটক-১
সারাদেশ রাজশাহী
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: 
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে নাঈম ইসলাম (২৪) নামের এক ইয়াবা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। 
সোমবার (০২ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হামিদনগর গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) সার্বিক দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এসআই মাহফুজুর রহমান ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জে অভিযান পরিচালনা করে হামিদনগর গ্রাম থেকে চারশত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করতে সক্ষম হয়।
উক্ত মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামী'কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসব কথা জানায়।