আশীষ সাহা, আখাউড়া:
অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে আখাউড়ায় চার দিনব্যাপী অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পৌনে ৩ টা পর্যন্ত পৌরশহরের বিভিন্ন স্থানে প্রথম দিনে মতো এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান ও মেডিকেল অফিসার ডাঃজহির উদ্দিন,ডাঃ এস,এম,রাহাত রায়হান এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব, মোঃ রফিকুল ইসলাম।
অভিযান চলাকালে আখাউড়া পৌরশহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট আছে কিনা আর ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে কিনা এই বিষয়ে ব্যাপক তল্লাশি করা হয় তাছাড়া ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত কিনা ব্যাপকভাবে তদারক করেন এই অভিযানে দায়িত্বপ্রাপ্ত সদস্যগণরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হিমেল খান বলেন, চারদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, তাছাড়া তিনি আরও বলেন আখাউড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আমি নিজেই সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করে আসছি আর সকল প্রতিষ্ঠানের মালিকদেরকে জোড়ালো ভাবে বলে এসেছি আপনাদের প্রতিষ্ঠান যদি অনিবন্ধিত থাকে তাহলে আমরা সিলগালা করে দিব। আর প্যাথলজি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া যেনো কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করানো হয় সেই বিষয়ে আমরা সবসময়ই বলে আসছি। তবে আমাদের আখাউড়ার সকল ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকগুলো নিবন্ধিত আছেন, অনিবন্ধিত কোনো ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক পাওয়া যায়নি, আর যদি পাওয়া যায় তাহলে আমরা সেই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেব তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দেওয়া যাবেনা।
তাছাড়া আমাদের এই অভিযান আখাউড়া উপজেলাতে সবসময়ই চলমান থাকবে।