মোঃ সবুজ মিয়া, সিলেট : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট রেজিঃ নং চট্ট ২০৯৭ এর অন্তর্গত গোলাপগঞ্জ উপ পরিষদের ত্রি-বার্ষিক নিবাচন সম্পন্ন হয়েছে।
৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে উক্ত নির্বাচন অনুষ্টিত হয়। উক্ত উপ-পরিষদে মোট ভোটার ছিলেন, ১৪১৪ টি, এর মধ্যে ভোট কাস্ট হয় ১৩৩২ টি।
উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনাব, আমিনুল ইসলাম রাবেল, নির্বাচন পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মঞ্জুর কাদির সাথী চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলার টিএনও মৌসুমী মান্নান, জেলার সভাপতি আব্দুল আলিম ভাসানী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক সেবুল আহমদ, কার্যকরী সদস্য উমেদুর রেজা শামীম, ময়নুল ইসলাম মেরু, সাহেল আহমদসহ বিভিন্ন বিসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপ পরিষদের নেতৃবৃন্দ। উক্ত নির্বাচনে কমিশনার ছিলেন জেলার কার্যকরী সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার ছিলেন সানর মিয়া, প্রিজাইডিং কমিশনারের দায়িত্বে ছিলেন জেলার সাধারণ সম্পাদক ফয়েজ খান, সহকারী প্রিজাইডিং অফিসার শাহিনুর রহমান শাহিন ও আনোয়ার মিয়া, পুলিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলার কার্যকরী সদস্য মইনুল ইসলাম ইরন ও মো: সবুজ মিয়া।
উক্ত নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন এর মধ্যে ৯ জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মাখন মিয়া, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল হামিদ লেইচ, সাধারণ সম্পাদক পদে জাহেদ, সাংগঠনিক সম্পাদক পদে ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ পদে মোঃ অলিউর রহমান নান্নু, কার্যকরী সদস্য (১) পদে সেলিম আহমদ, (২) মো: রাজন আহমদ (৩) সাহাব ঊদ্দিন (৪) বেলাল আহমদ।