English

ডিআইজি পদে পদোন্নতি পেলেন হোমনার মাহবুব আলম

ডিআইজি পদে পদোন্নতি পেলেন হোমনার মাহবুব আলম
সারাদেশ

আল্ আমিন শাহেদঃ

কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান মো. মাহবুব আলম পিপিএম বার, বিপিএম ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন। বুধবার (১১ মে) স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে  তাঁকে এ পদোন্নতি দেয়া হয়। এর আগে  তিনি অতিরিক্ত  ডিআইজি পদে কর্মরত ছিলেন। ডিআইজি মো. মাহবুব আলম হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গনি সরকারের ছেলে।  

জানাগেছে, মো. মাহবুব আলম উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে  কৃতিত্বের সহিত এস এস সি পাস করে ঢাকা কলেজে ভর্তি হন।  সেখান থেকে  ১৯৮৯ সালে  কৃতিত্বের সাথে এইচ এস সি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে ১৮ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার( এএসপি) পদে চাকুরীতে যোগদান করেন। 

চাকুরী জীবনে তিনি  বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করায়  পিপিএম ও বিপিএম পদক  পেয়েছেন।

তিনি ৬ ভাই -বোনের মধ্যে চতুর্থ। ব্যক্তি জীবনে তিনি সদালাপী, সৎ ও অত্যন্ত বিনয়ী।   তাঁর এ পদোন্নতিতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্র মন্ত্রী  আসাদুজ্জামান কামাল ও পুলিশ মহা পরিদর্শক( আইজিপি) বেনজির আহম্মদ সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।