English

দক্ষিণাঞ্চল এতদিন অবঞ্চিত ছিল,দুই সেতুতে ভাগ্যের পরিবর্তন : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

দক্ষিণাঞ্চল এতদিন অবঞ্চিত ছিল,দুই সেতুতে ভাগ্যের পরিবর্তন : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
সারাদেশ বরিশাল

পিরোজপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ব্যাপক যোগাযোগের একটা নেটওয়ার্ক গড়ে তুলছে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়নে সমতা। দক্ষিন অঞ্চল অবহেলিত ছিল, সেজন্য তিনি অনেক ঝুকি নিয়ে পদ্মা সেতু নির্মান করে বিশ্বের বুকে একটি বিস্ময় সৃষ্টি করেছেন। ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হচ্ছে শেখ হাসিনার আরেকটি পদক্ষেপ।

যাতে দক্ষিনাঞ্চলে যোগাযোগে কোন ঘাটতি না থাকে। পদ্মা সেতু ও ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী দুইটির কারনে দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।  মন্ত্রী আরো বলেন, আমাদের এ অঞ্চল কৃষিনির্ভর। আমাদের এলাকার কৃষকরা পন্যের সঠিক মূল্য পায় না। এই সেতুর ফলে আমাদের কৃষিপন্য পরিবহনে অনেক সুবিধা হবে এবং কৃষিপন্যও প্রক্রিয়াজাত করা হবে। আমাদের এ অঞ্চলের মানুষ অনেক কৃষিপন্য উৎপাদন করে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এখন সেটা হবে না, আমাদের মাছ, মাংস, দুধ, ডিম, আমাদের আপেল, মাল্টা বিভিন্নপন্য , আমাদের এই পেয়ারা থেকে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে যাবে। ঢাকায় পন্য নিয়ে যেতে পারবে, কেউ যদি কৃষি পন্য বাহাস মুরগি পালন করে তার খাবার দ্রুততার সাথে নিয়ে আসতে পারবে বেকারত্ব দূর হবে। উদ্যোগতা তৈরী হবে সে জন্য এই সেতুটা আমাদের কাছে অনেক গুরুত্ব পূর্ন সেতু। শনিবার বিকেলে পিরোজপুরে রকচানদীতে নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

পরিদর্শনকালে মন্ত্রী সেতুর নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে বলেন দায়িত্ত্বরতদের। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। মন্ত্রীবলেছেন, শেখ হাসিনা দারিদ্রতাকে জাদুঘরে পাঠাতে চান। দারিদ্র নামক কথা থাকবে না, একজনমানুষও গৃহহীন থাকবে না, একটা বাড়ীতে বিদ্যুৎ থাকবে না, এই অভিযোগ কোথাও কেউ দিতে পারবে না। একটা মানুষও রাষ্টীয় সুবিধা থেকে বঞ্চিত, এ অভিযোগ কেউ দিতে পারবে না। এভাবে তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিনত করেছেন।কিভাবে ম্যাজিশিয়ান শেখ হাসিনা বিস্ময় হয়ে একটা দারিদ্র প্রীড়িতচিহ্নিত রাষ্টকে তিনি এখানে নিয়ে আসছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য বাঙ্গালী জাতির জন্য সাউথ এশিয়া জন্য বিশ্বের জন্য আর্শীবাদ শেখ হাসিনা।