English

বিজয়নগরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

বিজয়নগরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বিজয়নগর  উপজেলার প্রশাসন।

উপজেলা পরিষদ সম্মেলনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধি ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 
মঙ্গলবার  (২১ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  প্রশাসনের আয়োজনে  ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন বিষয়ক প্রেস  ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিজয়নগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার লক্ষ্যে ৫১৮টি ক শ্রেণির পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতক ভূমিতে এসব ঘর নির্মাণ করা হয়। উপকারভোগীকে দলিলসহ এসব ঘর দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলাসহ সারাদেশের ২২টি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন।

এসময় সাংবাাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, বিজয়নগর উপজেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেসকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেছে, তাদের ঘরের ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি কেউ নতুন করে গৃহহীন হয় তাহলে পর্যায়ক্রতে তাদেরকেও আশ্রয়ের ব্যবস্থা  করা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব পরিবারের সুপেয় পানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান প্রমুখ।
উপজেলা প্রশাসন কর্তৃক প্রেস ব্রিফিংয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷