English

রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে জেল

রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে জেল
সারাদেশ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে বন্যপ্রাণী শিয়ালের মাংশ বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামের একজনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মে) সকালে পৌর আলেকজান্ডার বাজারের বটতলায় মাংশ বিক্রি করার সময় তাকে হাতে নাতে আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, রামগতি থানা পুলিশের সদস্যবৃন্দ ও উপজেলা ডিজিটাল সেন্টারের টেকনিশিয়ান তানজিরুল ইসলাম তানিম।

সূত্র জানায়, বণ্যপ্রাণী হত্যা এবং পশু জবাই ও মাংশের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ১২ (খ) ধারা এবং ১৪ (১) ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রঞ্জিত চন্দ্র দাস পৌর ২ নং ওয়ার্ডের কোমদ চন্দ্র দাসের ছেলে।