English

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য  র‌্যালি
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। এ উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।  তথাপি ব্রাহ্মণবাড়িয়ায় শহরে ঐতিহাসিক বর্ণাঢ্য র‌্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। 

শনিবার  দুপুরে জেলা শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দান মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকেরপাড় ময়দানে এসে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের স্লোগান আর মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।এ সময় আর্জেন্টিনার সমর্থকরা জার্সি পরে বাঁশি বাঁজিয়ে পতাকা নিয়ে নেচে গেয়ে আর্জেন্টিনার ও মেসির স্লোগান দিতে থাকে।

আর্জেন্টিনার সমর্থক , হৃদয় রায়, বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল আমাদের প্রত্যাশা থেকেও অনেক ভালো খেলে যাচ্ছে। আগামীদিনেও এই জয়ের ধারা অব্যাহত রেখে এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে বলে আশা করি।

আর্জেন্টিনার সমর্থক পিংকশু, ও সুমন বলেন, আমরা ছোট কাল থেকেই আর্জেন্টিনার সমর্থক করে আসছি আর  সবসময় আর্জেন্টিনার সাপোর্ট করব। আর্জেন্টিনা সব সময় ভালো খেলে। প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনা হেরে গেলেও আমাদের মন ভাঙেনি। আমাদের বিশ্বাস ছিল এবার প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে প্রিয় দল আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর সেটাই হয়েছে আমাদের দলের। 

তাছাড়া আর্জেন্টিনার সাপোর্টার সুজিত রায় জানান, প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনা হেরে গেলেও আমাদের মন ভাঙেনি।খেলা মানেই কেউই বিজয় আর কেউ পরাজয় সেইটা বুঝে আমরা সবসময় নিজেদের পছন্দের সেই দলকে সাপোর্ট করে আসছি। এবার ম্যাসির শেষ বিশ্বকাপ খেলা তাই আমরা যারা  আর্জেন্টিনার সমর্থকরা আছি সবাই আশাবাদী  কাতার বিশ্বকাপ ট্রফি মেসির হাতে উঠবে আর প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশায় আছি সকল আর্জেন্টিনা সর্মথকরা । 

এদিকে র‌্যালির অন্যতম আয়োজক হাসান সারোয়ার বলেন, আজকের র‌্যালিটি আমরা আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা করেছি। 

মেসি ও প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এই আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেছে সকল সর্মথকরা।এবার আর্জেন্টিনা অনেক ভালো খেলে যাচ্ছে। আমরা চাই এবারের বিশ্বকাপে যেন আর্জেন্টিনা জয়ী হয়।