English

নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
সারাদেশ ময়মনসিংহ


"পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" প্রতিপাদ্য কে ধারণ করে নেত্রকোণায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র আয়োজনে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন  নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জেলায় সকল শ্রেণীপেশার সাক্ষরসম্পন্ন ব্যক্তিবর্গকে পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে এ ব্যাপারে সহযোগিতা  করতে আহ্বান জানান।
তিনি ঝড়ে পড়া শিশু ও নিরক্ষর বয়োঃবৃদ্ধদের সাক্ষর করে তুলতে অধিক গুরুত্ব প্রদান করার প্রয়াস ব্যক্ত করেন।