আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এর আওতায় বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী এলাকায় লোহর নদীতে বিজয়নগর উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায়ই ২লক্ষ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন সহ আরও অনেকে উপস্থিতি ছিলেন।