English

পোড়া তেলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৪

পোড়া তেলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৪
সারাদেশ ঢাকা

নুরুজ্জামান কাউসার, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া জ্বলানি তেল ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় ক্যাপ রোমান ও অনিক গ্রপের মধ্যে সংঘর্ষ বাঁধলে নিহতের ঘটনা ঘটে।

রোমান বন্দর উপজেলার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়িঘাট এলাকার আদু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, পোড়া তেল ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ইতোপূর্বে দুই গ্রুপের মধ্যে একাধিকবার ভয়াবহ সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মে) অনিকের সহযোগী চারজনকে মারধর করে তাদের মোবাইল রেখে দেয় রোমান ও তার লোকজন৷ এ নিয়ে শুক্রবার অনিক ও তার লোকজন রোমান বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রোমান বাহিনীর প্রধান রোমান ওরফে ক্যাপ রোমানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় রোমানকে উদ্ধার করে সন্ধ্যায় সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।’