English

ভালো নেই সেই রুমার পুত্র হোসেন

ভালো নেই সেই রুমার পুত্র হোসেন
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভালো নেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্প্রতি যমজ সন্তানের  জন্ম দেয়া  ভাসমান নারী রুমা আক্তারের সন্তানরা।সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে রুমা আক্তারের দুই পুত্র সন্তানের মধ্যে হাসান সুস্থ থাকলেও অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি আছে হোসেন। চিকিৎসকগণ জানিয়েছেন রুমা আক্তারের পুত্র হোসেনের শারীরিক অবস্থা স্থীতিশীল। কয়েক ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।

 সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে,গণমাধ্যমে ভাসমান নারী রুমা আক্তারের যমজ সন্তানের জন্মদানের বিষয়টি প্রকাশিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলমের  আন্তরিক ব্যবস্থাপনায় রুমা আক্তারের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে দায়িত্ব নেওয়ার পর খবরটি  পুরো শহর জুড়ে আলোচনায় আসে। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতাগণও রুমা খোঁজ খবর নিতে শুরু করে।মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও আখাউড়া উপজেলা প্রশাসনের তড়িৎ ব্যবস্থায় রুমা আক্তারের জন্য সরকারিভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। যার ফলশ্রুতিতে রুমা আক্তারের চিকিৎসাসহ  তাকে সাময়িক প্রয়োজনে নগদ অর্থও দেওয়া হয়। এবং তার জন্য সরকারি আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘরসহ যাবতীয় ভাতার উদ্যাগ নেওয়া হয়।

এ বিষয়ে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: হিমেল খান এই প্রতিবেদককে বলেন, আমরা রুমার সন্তানদের  উন্নত চিকিৎসার নিশ্চিত করেছি। আমরা সব ধরনের সহযোগিতা করছি। ইনশাল্লাহ তাদের পাশে আছি ও থাকবো।

এদিকে একই হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নুরে সাবা বলেন, আমরা আন্তরিকভাবে শিশুসহ রুমাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আশা করি দ্রুততম সময়ে তারা সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।