চট্টগ্রাম সংবাদদাতা
:
আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন "তাজকিয়া" কর্তৃক আয়োজিত ১৫তম বর্ষপূর্তি অনুষ্টান সভাপতি জনাব ডা. কৌশিক সায়মন শুভ এর সভাপতিত্বে, ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুল হক এর সঞ্চালনায় আজ নগরীর ষ্টেশনরোডস্থ হোটেল সৈকত মিলনায়তনে অনুষ্টিত হয়।
অনুষ্টানের শুরুতে তাজকিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ ইবনে আলম ও ফয়েজুল ইসলাম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি সকলে অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে কুর'আন তেলওয়াত করেন তাজকিয়া সদস্য হাফেজ জুনায়েত হাসান, নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন কামরুল হাসান রোহান, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোঃ সাফিনুর কাউসার নিহাল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, তাজকিয়া'র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এর সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর তাজকিয়ার উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের নুর, এইচ এম রাশেদ খান, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন, উদ্দীপনামূলক বক্তব্য রাখেন চবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক জনাব সোহান মিয়া,আইআইইউসি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের সহকারী প্রভাষকমোহাম্মদ আনিসুল ইসলামসহ অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক, সংগঠক, সমাজসেবক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির নেতৃবৃন্দ,শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট কর্মকর্তা বৃন্দ ও ট্রাস্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান-মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,সেবা মুলক প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিশেষে,
সভাপতির বক্তব্য ও মিলাদ-ক্বিয়াম,
মোনাজাত ও মরমী গোষ্ঠির
কালাম পরিবেশনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসিটি/ঢাকা/নেট/কেএ/চট্ট/শেষ