English

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আরও ২ দিন

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আরও ২ দিন
সারাদেশ

রাজধানীর কিছু এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি আবার কোথাও হালকা। আগামী দুই দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এই বৃষ্টি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ এবং এলাকা বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হলে আগের তুলনায় তাপমাত্রা কমে আসতে পারে।

তিনি বলেন, শুধু ঢাকায় নয় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।আজ বুধবার (২০ জুলাই) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি সঙ্গে ঠান্ডা বাতাস। এতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। আগামী দুই দিনের বৃষ্টিতে এই ভ্যাপসা গরম কমে আসবে।

 আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিটি/আরএ/২০ জুলাই,২০২২