চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুইট মনোনীত হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রবিবার (১৩ নভেম্বর) বেলা ১২ টায় পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন এর কার্য্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আফাজ উদ্দিন, পরিষদের সদস্য আব্দুল জলিল,কবির খান, সদস্য আব্দুস সালাম, সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম, সাবিহা শবনম কেয়া, পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদ প্রমুখ।