সিলেট সংবাদদাতা : সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ড ছাত্রলীগের বহিস্কৃত নেতা হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে নিরিহ মানুষদের উপর জুলুম অত্যাচারের অভিযোগ উঠেছে। মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজীসহ ব্যাপক অভিযোগ বালুচর এলাকার বাসিন্দাদের।
বালুচরের খিজির আহমদ চৌধুরীর ছেলে সাইফুর রাজা চৌধুরী রুহেল এসব সন্ত্রাসী তৎপরতা বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন । রুহেলের দাবি তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি নিপুর মতো বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে চলেন না। নিপুর সাথে যারা আজ আওয়ামী লীগ পরিচয় দিচ্ছে তারা বেশির ভাগই জামায়াত-বিএনপি থেকে এসেছে। নিপু তাদের নিয়েই তৈরি করেছেন নিজেরে নামে গ্রুপ ।
৩ ফেব্রুয়ারি নিপুর ঘনিষ্টজন সাইদুল ইসলাম বাহার সন্ত্রাসীদের নিয়ে রুহেলের বাড়িতে ঢুকে রুহেল ও তার স্ত্রীর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তাছাড়া রুহেলের স্ত্রীর শ্লীলতাহানি ঘটনায় । শুধু তাই নয় তাদের পাঁচ বছরের শিশু ছেলেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। ঘরের আসবাবপত্র ভাংচুর করে, লুটপাট চালায়।
পরবর্তীতে রুহেল বিষয়টি এলাকার এলাকার স্থানীয় মুরব্বিদের অবগত করেন । এবং তার স্ত্রী শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
১৬ জুন বালুচর আল ইসলাহ্ নতুন বাজার এলাকা থেকে হিরন মাহমুদ নিপুর ভাই রুহেলের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং তাকে মারধর করেন। তারপরও উল্টো নিপুর ভাই শফিক মিয়া বাদি হয়ে রুহেলের বিরুদ্ধে মামলা
করেন।
১০ সেপ্টেম্বর কথিত নিপুর অফিসে আগুন লাগার ঘটনায় বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব শেখ গয়াস উদ্দিনসহ নিরীহ অসহায় মানুষদেরকে আসামি করা হয় ।
নিপুর বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনো তাকে গ্রেফতার করা হয়নি ।
স্থানীয়দের অভিযোগ নিপুর ভয়ে মুখ খুলতে সাহস পাননা ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে কথা বললে মামলা হামলার শিকার হতে হয়। এ অবস্থায় প্রশাসনের সদয় সহযোগিতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।