English

বিজয়নগরে পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


"নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  বিজয়নগরে পোনা মাছ অবমুক্ত করণ, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বর থেকে এক  র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের  পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা ও  সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।

উপজেলা  মৎস্য অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি,কৃষি অফিসার সাব্বির আহমেদ, যুব উন্নয়ন অফিসার মোঃ  দেলোয়ার হোসেন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, মৎস্য চাষি জাহাঙ্গীর আলম,রবেল দাস প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিজয়নগর উপজেলার মৎস্য চাষিদের মধ্যেই তিন জন সাফল্য মৎস্য চাষিদেরকে আজ পুরস্কৃত করা হয়েছে।


আর গতকাল জেলায় মৎস্য অধিদপ্তর থেকে পুরস্কৃত পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় কে পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক এরই মধ্যে আমাদের বিজয়নগর উপজেলায় এই প্রথম পুরস্কার পেয়েছেন ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের সফল মৎস্য চাষি মোঃ জামাল মিয়া এই পুরস্কারটি  অর্জন করেছেন।তবে বিজয়নগর নতুন উপজেলা হিসেবে  পুরস্কারটি পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।

উপজেলা  মৎস্য অফিসার মনিরুজ্জামান বলেন, কথায় আছে মাছে ভাতে বাঙালি। কৃষি নির্ভর এ দেশে আর্থ-সামাজিক উন্নয়নে মাছ চাষে এক নবদিগন্তের সূচনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ চাষের বৃদ্ধি পেয়েছে।


গতকাল জেলায় মৎস্য অধিদপ্তর থেকে পুরস্কৃত পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় কে পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক এরই মধ্যে আমাদের বিজয়নগর উপজেলায় এই প্রথম পুরস্কার পেয়েছেন ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের সফল মৎস্য চাষি মোঃ জামাল মিয়া এই পুরস্কারটি  অর্জন করেছেন। আনন্দে আপ্লুত হয়ে মৎস্য অফিসার মনিরুজ্জামান আরও বলেন, জামাল মিয়ার এই অর্জন কে আমি মনে করি আমার বিজয়নগর পুরস্কৃত পাওয়া মানেই আমি নিজেই পুরস্কৃত পেলাম। তবে আমি যতদিন বিজয়নগর কর্মরত অবস্থায় থাকবো আপ্রাণ চেষ্টা করব
একজন সাফল্য মৎস্য চাষি জামাল মিয়ার মতো যেনো একজন জাতীয় পুরস্কার  পুরস্কৃত হিসেবে  নির্বাচিত করতে পারি। সেইটা হবে আমার এই বিজয়নগরের উপজেলার জন্য  সবচেয়ে বড়ো অর্জন।