আশীষ সাহা
, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
দলের কারো কারো কর্মকান্ডে নিজ সংসদীয় এলাকায় আইন,
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি'র অর্জন ম্লান হচ্ছে বলে অভিযোগ করেছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক
মো. আবুল কাশেম ভূঁইয়া। অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি বিএনপি-জামায়াতের লোকজনকে চাকরি
দিয়ে ভালো অর্জনকে ম্লান করা হচ্ছে বলে তিনি অভিযোগ আনেন। তবে তিনি স্পষ্ট করে কারো
নাম বলে অভিযোগ আনেননি। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে সাংবাদিকদের
সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের রাজনীতিতে যেন আগামীতে সঠিক ও যোগ্য
নেতৃত্ব আসে সেই আশাবাদও ব্যক্ত করেন।
এ সময় তিনি আরো বলেন, 'আইনমন্ত্রী মহোদয় একজন সজ্জন
মানুষ। নি:স্বার্থভাবে তিনি উন্নয়ন কাজ থেকে শুরু করে চাকরি দিয়ে যাচ্ছেন। ওনার কাজে
এলাকার মানুষ খুশি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কারো কারো কারণে ওনার এসব অর্জন ম্লান
হতে চলেছে। চাকরি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীকে ভিন্ন তথ্য দিয়ে সুবিধা নেওয়া হচ্ছে।'
তিনি আক্ষেপ করে বলেন, 'দলের একজন সিনিয়র নেতাও চাকরি বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন। কিন্তু
দলীয় ফোরামে এসব বলার মতো পরিবেশ নেই।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সেদিন চাকরিজীবীদের এক আয়োজনে গিয়ে কিছু কথা শুনে হতাশ হয়। মন্ত্রী চাকরি দিয়েছেন এমন অনেকে এখানে আসেননি। অনেকে অনেক কথা বলেছেন যা শুনে মনে কষ্ট পাই।' উপজেলা চেয়ারম্যান এ সময় সঠিক সংবাদ করামতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে মিথ্যা সংবাদ হতে দেখলে মনে কষ্ট লাগে বলে তিনি উল্লেখ করেন।
সিটি/ দেশ / আরএ