English

আখাউড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আখাউড়ায়  সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, আখাউড়া থেকে :

ব্রাহ্মণবাড়িয়ার  জেলার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার  থেকে লালবাজার রেলওয়ে গেইট পর্যন্ত সড়কটি আরসিসি ঢালাই ৭২ লাখ টাকার কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

বুধবার (১০ মে) সকাল ৯টার দিকে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, পৌরসভার  উপ সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান, প্রকৌশলী মো. গোলাম  কিবরিয়া, ৫ নং ওয়াডের কাউন্সিল মো: শিপন হায়দার,  ঠিকাদার মো. ইসমাইল হোসেন, মো. জাহাঙ্গীরসহ স্থানীয় লোকজন।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার অধীনে ৩৯০ মিটার রাস্তার আর সিসি ঢালাই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা। এ কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মো. ইসমাইল হোসেন।

নিয়মিত পথচারী মো. জামাল মিয়া বলেন, পৌর শহরের সড়কবাজার  থেকে লালবাজার রেলওয়ে গেইট পর্যন্ত এই সড়কটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল  আর পড়া থাকায় সেই সড়কে লোকজন ভোগান্তি নিয়ে চলাচল করছিল।

আজ উদ্বোধন হওয়ায় খুবই ভালো লাগছে বলে জানান।তবে আজমপুর থেকে সড়ক বাজারের সড়কটিও দেখার জন্য বিশেষ  অনুরোধ জানান কতৃপক্ষকে।

আখাউড়া পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান বলেন, পৌর এলাকায় এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কের এই কাজটি সম্পন্ন করা হবে।

পৌরসভার ৫ নং ওয়াডের কাউন্সিল মো: শিপন হায়দার বলেন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কের এই কাজটি সম্পন্ন করা হবে বলে আমি আশাবাদী।