English

কুমিল্লা জেলা প্রশাসক হোমনা উপজেলায় মতবিনিময় সভা

কুমিল্লা জেলা প্রশাসক হোমনা উপজেলায় মতবিনিময় সভা
সারাদেশ চট্টগ্রাম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নব যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সাথে হোমনা উপজেলার প্রতিনিধি, বীর মুকাতিযুদ্ধা, রাজনৈকি নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ,সুধীজন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।

এসময় উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন ও জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা শুনে তা সমাধানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ কে নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। কুমিল্লা জেলা কে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে তিনি কাজ করে যাবেন বলে জানান। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের নাগরিকদের সকল সেবা সহজে পৌছে দেওয়ার জন্য সকল দপ্তর কে নির্দেশনা প্রদান করেন। রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান, জন্মনিবন্ধন, এনআইডি কার্ড করতে হয়রানি, বাল্য বিবাহ দূরী করন সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে নির্দেশ দেন। 

সামনের দূর্গা পূজাতে সজাগ কোন অপ্রীতিকর গঠনা যেন না ঘটে সেই দিকে সজাগ থাকতে বলেন। সবাইকে ডিসি র নাম্বার দিয়ে বলেন যে কোন সময় যে কোন সমস্যা জানাতে বলেন। তাৎক্ষনিভাবে ডিউ পাশ করে দুই মেট্টিক টন চাল গোপাল জিও আখরাকে প্রদান করেন।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস ছালাম শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপনচন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।

এসময় বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে  উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন কে চেক প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান কে খেলাধুলা সরঞ্জাম বিতরন করেন।