English

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষের  বাড়ি ঘর ও দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন।
 

রোববার (৯ জুলাই) বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর, এলাকায় উত্তেজনার ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে চারজন আহত হয়েছে আর বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  তাতে গ্রামের সাধারণ লোকেরা আতংকিত ভাবে দিন কাটাচ্ছে।

গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা  গেছে, উপজেলার জালালপুর গ্রামের মোঃ আরজু মিয়া বর্তমান মেম্বার ও সৌদিপ্রবাসী বাবুল  মিয়ার গোষ্টির মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল বহুদিন যাবত। এ সমস্যায় প্রবাসী মোঃ বাবুল মিয়া প্রবাসে থাকাকালীন সময়ে বাবুল মিয়ার গোষ্টির নেতৃত্ব দিতেন মোঃ দানা মিয়া। যখন বাবুল মিয়া দেশের এসেছেন  তখন কিছুদিন পর সে আরজু মিয়া মেম্বারের সাথে মিলিত হয় আর বর্তমানে মোঃ বাবুল মিয়া ও আরজু মিয়া মেম্বারের লোকজন ক্ষিপ্ত হয়ে দানা মিয়ার ও তার লোকজনের উপর নানান ভাবে অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে গত কিছুদিন আগে জুবাইল (১৫) ও রিফাত (২০) এর মধ্যে তর্ক বিতর্ক হয় । আর  এ তর্ক বিতর্ক কে কেন্দ্র করে আরজু মিয়া মেম্বার ও দানা মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই  ঘটনা কে কেন্দ্র করে  গত রোববার সকালে আরজু মিয়া মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রয়াদি নিয়ে

দানা মিয়া গোষ্টির লোকজনের উপর ক্ষিপ্ত হয় । পরে আরজু মিয়ার মেম্বারের লোকজন জালালপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আবু কালাম (৭০) এর বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপকভাবে  ভাংচুর চালায় এসময় রিফাত মিয়ার একটি দোকানেও তারা হামলা ভাংচুর ও মারপিঠের ঘটনা ঘটায়। এতে ৪ জন আহত হয়। আহতরা হলেন- রিফাত (২০), আলী রহমান (৩৩), সুমন (১৫) , আব্দুল্লাহ (২০)।

এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত অফিসার বিমল কর্মকার  জানান, চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আর কোন অভিযোগ না থাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো যারা এই ঘটনার সাথে জড়িত।