English

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গরু বাজার জমে উঠেছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গরু বাজার জমে উঠেছে
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কোরবানির ঈদকে সামনে রেখে বিজয়নগরের গরু বাজার গুলি জমে উঠেছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে হাট বসছে।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাজারগুলি মনিটর করছে। ক্রেতারা তাদের পছন্দমত কোরবানির পশু কিনতে বিভিন্ন হাট বাজারে ঘুরছে। এবার উপজেলার ১২টি স্থানে হাট বসেছে। এর মধ্যে তিনটি স্থায়ী বাজার ও ৯ টি অস্থায়ী বাজার রয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ইসলামপুর বাজার, হরষপুর বাজার, আড়িয়ল বাজার, আমতলী বাজার, নুরপুর বাজার বেশি জমে উঠেছে। এছাড়াও প্রায় সবগুলা বাজারে বিভিন্ন সাইজের গরু, ছাগল ,মহিষ উঠতে দেখা গেছে। বেশিরভাগ ক্রেতারা বাজারে ঘুরে দাম দর করছেন তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। তবে বাজারে ছোট গরুর চাহিদা একটু বেশি দেখা গেছে এবং বড় গরুর ক্রেতা কম রয়েছে।এ ব্যাপারে আমতলী বাজারের গরু বিক্রেতা ফয়েজ মিয়া জানান, আমি তিনটি গরু নিয়ে হাটে আসছি, তবে চাহিদা মত দাম না পাওয়ায় এখনো গরু বিক্রি করতে পারি নাই। এ ব্যাপারে আরিয়ল বাজারের ইজারাদার  ইসহাক সরকার জানান,বাজারের পরিবেশ ভাল রয়েছে এবং প্রচুর গরু ছাগল বিক্রি হচ্ছে। ।

এ ব্যাপারে ইসলামপুর বাজারের ইজারাদার  মনিরুল ইসলাম মাহি ও আজিজুর রহমান হেলাল  জানান, বাজারে যথেষ্ট পরিমাণ কোরবানির পশু উঠেছে। ক্রেতাএবং বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ক্রেতা ও বিক্রেতাদের থাকার জায়গার ব্যবস্থা করা আছে।আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়ে বাজার কমিটির লোকজন ক্রেতাএবং বিক্রেতাদের সহযোগিতা করছে। এ ব্যাপারে বুধন্তি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলাম জানান,আমাদের ইউনিয়নে ২ টি বাজার রয়েছে।বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, বাজারে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং জাল টাকা রোধে প্রত্যেকটি বাজারে জাল টাকা শনাক্তকরণ মেশিন এর ব্যবস্থা করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বাজারের নিরাপত্তা রক্ষার জন্য উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি, ইজারাদার ও আইনশৃংখলা বাহিনীকে নিয়ে সভা করেছি এবং উপজেলা প্রশাসন সব গুলো বাজার মনিটরিং করছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।