গোপালগঞ্জপ্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান সোমবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম লাভলু, এএসআই শরিফুল ইসলাম, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুশলী বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউট এর সামনে অভিযান চালিয়ে মোঃ নাজমুল মোল্লা ও মাসুদ ফকির কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে টুঙ্গিপাড়া পুলিশ।
আটককৃদের একজন দক্ষিণ কুশলী মোহাম্মদ মোল্লার ছেলে মোঃ নাজমুল মোল্লা (৩২) ও অন্যজন ঘোনাপাড়া মোশারফ ফকিরের, ছেলে মাসুদ ফকির (৪০)।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন তারা দুজনই সক্রিয় মাদক ব্যবসায়ী।আটককৃত নাজমুল মোল্লার বিরুদ্ধে অন্যান্য থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ