English

রংপুর বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
সারাদেশ

২রা জুন ২০২২ তারিখ রংপুর বিভাগের এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্প) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিক প্রশিক্ষণে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক জনাব এ কে এম লুৎফর রহমার অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্প) এর প্রকল্প পরিচালক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোঃ জসিম উদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে এই প্রকল্প প্রস্তুতির সময়কার মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক স্বদিচ্ছার কথা স্মৃতিচারণ করেন। তিনি এসময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ণের রূপকার কামরুল ইসলাম সিদ্দিক -এর দূরদর্শিতার কথা উল্লেখ করেন। প্রকল্পের প্রেক্ষাপট বর্ণনাকালে তিনি কীভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা যেতে পারে তার উপর বিশদ আলোচনা করেন। তিনি এসময় ক্রিলিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও করণীয় সর্ম্পকে সম্যক ধারণা দেন।

রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক এই সচেতনতামূলক প্রশিক্ষলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আবু জাফর মোঃ তৌফিক হাসান।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব এ কে এম লৎফর রহমন তাঁর উদ্বোধনী বক্তব্যে হাট-বাজার, জনবসতিতে করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর জন্য যার যার অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। তিনি এসময় উপস্থিত সবার উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন, যে যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন একটা করে লাগাবেন। তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করে বলেন, একটি ফলজ, একটি বনজ, একটি ভেষজ এই ধরনের গাছ লাগাবেন। পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার জন্য সব দিক থেকে সবচেয়ে বেশি উপযোগী হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।

রংপুর বিভাগের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও দুর্যোগপূর্ণ অবস্থার কথা তুলে ধরে পরিকল্পনা, ডিজাইন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে জলবায়ু সহিষ্ণুতার অন্তর্ভুক্তি, জ্ঞান ব্যবস্থাপনা, মানসিকতার উন্নয়ন ও সম্পদের সদব্যবহারের মাধ্যমে দেশব্যাপি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে এক লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

রংপুর বিভাগের ২টি অঞ্চলের অধীনে ৮টি জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা সহকারী প্রকৌশলীসহ মোট ৭৬ জন প্রকৌশলী দিনব্যাপী সচেতনতামূলক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী জনাব নাফিউর রহমান। সচেতনতামূলক প্রশিক্ষণে ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক জনাব বান্দা হাফিজ, জনাব ফারুক বিশ্বাস, জনাব রউফ আকন্দজনাব নাজমুল হাকিম ও সৈয়দ মাহবুব আহসান শিমুল প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।