English

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নেত্রকোনার ৫০টি উন্নয়ন পরিষেবার শুভ উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী  ভিডিও কনফারেন্স এর মাধ্যমে  নেত্রকোনার ৫০টি উন্নয়ন পরিষেবার শুভ উদ্বোধন করেন
সারাদেশ রাজনীতি

নেত্রকোনা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্সে নেত্রকোনা জেলার ৫০টি অবকাঠামো এবং উন্নয়ন পরিষেবা সমূহ  ১৪ নভেম্বর সকাল টায়  উদ্বোধন করেন।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ কাম মাল্টিপারপাস হলে  নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার  বিভিন্ন অবকাঠামো এবং  উন্নয়ন পরিষেবার সমূহ  উদ্বোধন করেন, মোহনগঞ্জ উপজেলার  মোহনগঞ্জ শিশু পার্ক, অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুম আদর্শ নগর পর্যটনকেন্দ্র  এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার নবনির্মাণাধীন ভবন উদ্বোধন করেন।   মোহনগঞ্জ উদ্বোধনী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানীয় সংসদ সদস্য ( কেন্দুয়া- আটপাড়াবাবু অসিম কুমার উকিল,(মোহনগঞ্জ -খালিয়াজুরী- মদন ) জনাব,সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মোলুৎফর রহমান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ