লিটন সরকার বাদল :
সিলেট ও সুনামগঞ্জে ভযাবহ বন্যা চলছে। এরমধ্যে বেড়েছে বিভিন্ন নদ-নদীর পানি। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান গোমতী নদীবেষ্টিত নিম্নাঞ্চল পরিদর্শন করেছেন।
২০ জুন সোমবার দুপুরে দাউদকান্দি পুরানতন ফেরিঘাট থেকে স্পিডবোটে করে তারা পরিদর্শনে শুরু করেন। গোমতী নদীর গৌরীপুর এলাকা এবং পরে উপজেলার দক্ষিণাঞ্চল পাঁচগাছিয়া ও শ্রীরায়ের পর্যন্ত যান তারা। এ সময় গোমতী নদীর পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এই স্হান গুলো চিহ্নিত করা হয়।
গোমতী নদী এলাকা পরিদর্শনকালে দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়নের দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকিব, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনসহ আরও অনেকে।