হোমনার রামকৃষ্ণপুর কে,কে আর,কে উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতিও সাবেক সচিব এম.এ. হালিম, প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান ও ৪র্থ শ্রেনীর কর্মচারী ইউনুছ মিয়ার মৃত্যুতে তাদের আত্নার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মমিন। প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ডাঃ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। রামকৃষ্ণপুর কলেজের অধ্যক্ষ মো. লোকমান হোসেন। কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সাবেক অভিভাবক সদস্য ডাঃ মাসুদুর রহমান, হুমায়ুন কবির, মাওঃ খলিলুর রহমান, কো-অপ্ট সদস্য ময়ূনুল হোসেন মোল্লা, মো. মমিনুল ইসলাম মমিন, এস,এম সাইফুল ইসলাম ও অবিদুর রহমান।
উপস্থিত ছিলেন কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আ. আহাদ, হাসান মোল্লা, রামকৃষ্ণপুর কে,কে আর, কে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ সাদেক মিয়া, মো. খায়রুল আলম পারভেজ, সহকারী অধ্যাপক গোপাল চন্দ্র ভৌমিক, শিক্ষক প্রতিনিধি মো. আক্তার হোসেন, মাওঃ মোফাজ্জল হোসাইন, সাংবাদিক আল্ আমিন শাহেদ, আলম সরকার, ডাঃ তাজুল ইসলাম, অভিভাবক, শিক্ষক ও ছাত্র বৃন্দ।
দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার হেড মৌলভী মো. মোয়াজ্জেম হোসাইন। দোয়ায় মরহুমদের আত্নার মাগফেরাত কামনা করেন।