English

আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৪  প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। 

মঙ্গলবার (২৮  মার্চ) দুপুরে আখাউড়ায় পৌরশহরের সড়কবাজারে অভিযান পরিচালনা করে এক পোলট্রি মুরগি ব্যবসায়ী ও তিন মুদি ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, পণ্যের সঠিক মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় তাদের সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে।

তাছাড়া  ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।