English

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল দিয়ে মাছ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল দিয়ে মাছ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল দিয়ে মাছ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার(ফেসাই)।

মাছ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আগামীকাল ৬ ফেব্রুয়ারী সোমবার থেকে আবারো এই স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হবে। এতে করে পুনরায় এ বন্দরে কর্মচাঞ্চলতা ফিরে আসবে বলে আশা করছে ব্যবসায়ীরা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মাছ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িদের কয়েক কোটি টাকার লোকসান গুনতে হয়।
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের দাবির মুখে কেন্দ্রীয় সরকার মাছ আমদানির ওপর দেয়া তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার তাদের দেশের সবকটি বন্দর দিয়ে মাছ ও পোল্ট্রিজাত খাদ্যসামগ্রি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এ তালিকায় ছিল আগরতলা স্থলবন্দরও।

নিষেধাজ্ঞা জারি হওয়ায় আগরতলা বন্দরের ব্যবসায়ীরা মাছ আমদানি বন্ধ করে দেয়। এতে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যের উপর বিরাট প্রভাব পড়ে। এমনকি এ ব্যবসায় সংশ্লিষ্ট অনেককে বিরাট অংকের টাকা লোকসান গুনতে হয়েছে। সরকারও বঞ্চিত হয়েছে বিরাট অংকের রাজস্ব থেকে।

এদিকে, বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ত্রিপুরার সাধারণ মানুষ। বিষয়টি রাজ্য সরকারের নজরে এলে কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি পাঠান তারা। চিঠিতে অনুরোধ করা হয় আগরতলা বন্দরকে যেন নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়।

রাজ্য সরকারের পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন। জাতীয় গড়ের তুলনায় এ রাজ্যের মানুষ বেশি মাছ খায়। বিদেশ থেকে মাছ আমদানি করা না হলে রাজ্যবাসীর উপর প্রভাব পড়বে বলেও তিনি অবগত করেন মন্ত্রীকে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় বন্দর দিয়ে আগামী সোমবার সকাল থেকে পুনরায় মাছ রপ্তানি শুরু হবে। ব্যবসায়ীরা মাছ রপ্তানি করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান বন্দরের এ ব্যবসায়ী নেতা।

আখাউড়া স্থলবন্দরেরর সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, যেহেতু আমাদের এই স্থল বন্দরটি রপ্তানি মুখি,সেইক্ষেত্রে বেশির ভাগই হিমায়িত মাছ রপ্তানি হয়। কিন্তু ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া খাদ্য নিরাপত্তা জনিত কারন দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ পর্যন্ত মাছ রপ্তানি বন্ধ রাখেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ। । এর পর থেকে দু দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ও রাজ্য সরকারের অনুরোধে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (ফেসাই) এই বন্দর দিয়ে মাছ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় মাছ রপ্তানির  অনুমোদন দেই।আগামীকাল ৬ ফেব্রুয়ারী সোমবার থেকে আবারো ভারতে বরফায়িত মাছ রপ্তানি শুরু হবে।