আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি :
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বিজয়নগর শাখার উদ্যোগে কাউন্সিল ও শিক্ষক সমাবেশ ২০২৩ ইং অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিজয়নগর উপজেলার সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ রুবেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিজয়নগর শাখার সভাপতি ও হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির।
উক্ত অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন হাজারী, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী,সাংবাদিক আশিষ সাহা, ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আজাদ, ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান খান, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান দস্তগীর, সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার।
এতে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আল আমিন, মোঃ আলমগীর হোসেন, মনিরুল ইসলাম সজিব, মোঃ শিব্বির মিয়া, এবিএম রিপন, মোঃ মুসা মিয়া, তহুরা বেগম প্রমুখ।
পরে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে আগামি ৩ বছরের জন্য নতুন কমিটির ৫ টি পদে পাঁচজনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি মোহাম্মদ রুবেল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শিব্বির মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজিবকে নির্বাচিত করা হয়েছে। আগামি দশ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি বিজয়নগর শাখার সভাপতি ও হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন,"শিক্ষাই জাতির মেরুদণ্ড " সমাজের মানুষ গড়ার একমাত্র কারিগর হলো একজন আদর্শবান শিক্ষক। আমাদের সমাজকে আলোকিত করতে পারেন একজন আদর্শবান শিক্ষক তার সঠিক পাঠদানের মাধ্যমেই কারন আজ যে স্কুলের ছাত্র ছাত্রী আগামীর ভবিষ্যৎ তারাই হবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে।সকল শিক্ষকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে পাঠদানের মাধ্যমেই তাদেরকে সমাজে ও দেশের আলোকিত ভবিষ্যত গড়ার একমাএ ভূমিকাটুকু ধরে রাখার চেষ্টা করবেন। আর কে সভাপতি হলো কে সাধারণ সম্পাদক হলো এই গুলো নিয়ে কোনো ধরনের মনোক্ষুন্নতা প্রকাশ করবেন না। আমরা সবাই শিক্ষক সমাজে সেইটি সবচেয়েই বড়ো পরিচয়, এই মনোভাব পোষণ করার জন্য আবারও বিশেষ অনুরোধ রইল আমাদের উপজেলার সকল শিক্ষকদের প্রতি।