English

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় নতুন বছরের প্রথম দিন বই উৎসব উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। 

রোববার (১ লা জানুঃ)সকালে আখাউড়ায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় এক যোগে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়।

সকাল ১০টায় পৌরশহরে দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এসময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক অলক কুমার চক্রবর্তী।

আখাউড়া পৌরশহরে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিকের সভপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল মাওঃ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। 

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা কাজী স্বপ্না সিফাত।

পৌরশহরে  দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ আজিজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা খানম, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সেকের মিয়াসহ শিক্ষকবৃন্দ।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা, ৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭৭ টি কিন্ডার গার্টেন, সকল স্কুলে আজ বছরের প্রথম দিনে  বই উৎসব উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।