English

বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৫৮ গৃহ ও ভূমিহীন পরিবার

বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৫৮ গৃহ ও ভূমিহীন পরিবার
সারাদেশ চট্টগ্রাম

আশীষ সাহা , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের  ঘর ও ভূমি পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার ১৫৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ বুধবার (১৮ জুলাই) দুপুরে ঘর হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন  বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।  

আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এসব ঘরের হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালে উদ্বোধন করবেন। ইউএনও আরও জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বিজয়নগর উপজেলায় ১৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

 প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহ ও ভূমিহীনদের পরিবারকে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের উপলক্ষে  প্রধানমন্ত্রীর উপহারের  ঘর ও ভূমি  পাওয়ার এক ভূমিহীন সদস্য বলেন আজ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে নিজের ঘরে উঠতে পারব তাই এখন পরিবারের সদস্যরা খুবই খুশী ও  আনন্দিত।

সিটি/আরএ/২০ জুলাই ,২০২২