English

বিজয়নগরের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

বিজয়নগরের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
সারাদেশ চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিজয়নগরে খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আতংকিত ভাবে থাকে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান ৷

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনটি জরাজীর্ণ ভাবে আছে।  বিল্ডিংয়ের টিনে ধরেছে ঝংকার, নষ্ট হয়ে ভেঙে পড়ছে কাঠ। দেয়ালে ধরেছে ফাটল , দরজা- জানালা ভাঙ্গাচোরা।  বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পাঠদান  ব্যাহত হয়। ৩৩ শতক জায়গার উপর ১৯৪১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭৮ সালে ৩ কক্ষ বিশিষ্ট আধাপাকা টিনচালা একটি ভবন নিমার্ণ করা হয়।  প্রতিষ্ঠাকালীন সময়ে যে ভবন নিমার্ণ করা হয়েছিল সে ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত  মোট শিক্ষার্থী রয়েছে ২৩৭ জন। এরই মধ্যে বালক ৯৯ জন, বালিকা ১৩৮ জন।  এছাড়াও ৫ জন শিক্ষক কর্মরত রয়েছে। এদিকে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুমের ব্যবস্থা নেই। বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম না থাকায় নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ে একটা ভালো বাথরুমও নাই। আমরা স্কুলে একটা নতুন ভবন, বাউন্ডারী এবং স্বাস্থ্যসম্মত একটা বাথরুম বিশেষ প্রয়োজন।

বিদ্যালয়টি হরষপুর- সিঙ্গারবিল সড়কের সংলগ্ন হওয়ায়  এ বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা। স্থানীয় লোকজন, বিদ্যালয়ের  শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সবাই বিদ্যালয়ের সীমানা প্রাচীর নিমার্ণের দাবি জানান।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান খান বলেন, আমি বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছি।

এই বিদ্যালয়ের বিষয়ে বিজয়নগর উপজেলা শিক্ষা অফিসার শাহেনেওয়াজ পারভীন জানান,  এ উপজেলা থেকে ৬টি বিদ্যালয়ের নাম নতুন ভবনের জন্য পাঠিয়েছি, ‘চাহিদা ভিত্তিক সরকারি বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প’(১ম পর্যায়) এর তালিকায় খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাঠিয়েছি। আমরা আশা করছি শীঘ্রই এ বিদ্যালয়ের নতুন  একটি ভবন পাবেন।



সিটিজেনটাইমস/আশীষ সাহা/এমই/শেষ