নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (১৮ জুন) বিআইডব্লিউটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএয়ের নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো: শহীদুল্লাহ, উপ-পরিচালক মো: ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শিপনসহ অন্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার প্রথম দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় পাকা ভবনসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।’
এদিকে নারায়ণগঞ্জে আধুনিক নদীবন্দর টার্মিনাল ও আধুনিক জেটি নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনে সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর টার্মিনালের ভিআইপি কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএয়ের সদস্য পরিকল্পনা) মো: মনোয়ারুজ্জামান।