ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :
ফিলিপিনে অনুষ্ঠিত ২২তম এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০২৩ এ ৩৫-৩৯ বয়স ক্যাটাগরিতে ১০ কিলোমিটার রোড দৌড়ে সিলভার (দ্বিতীয়) মেডেল ও ৫ কিলোমিটার দৌড়ে ব্রোঞ্জ (তৃতীয়) পদক অর্জন করেছেন কুমিল্লার দেবিদার গোপালনগর এলাকার কৃতি সন্তান সিঙ্গাপুর প্রবাসী নজরুল ইসলাম। ১০ কিলোমিটার রোড দৌড়ে প্রথম হয়ছে ফিলিপাইনের বলিবার এবং তৃতীয় হয়ছেন ইন্দুনিশিয়ার ইতোক ত্রিউইয়োনো।
৫ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে সিঙ্গাপুরের মারকাজ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফিলিপিনের বলিবার। প্রবাসে থেকেও ২২ তম এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে গর্বিত করেছেন সিংগাপুরের প্রবাসী নজরুল ইসলাম। চ্যাম্পিয়নশীপটি শুরু হয়েছে ৮ নভেম্বর এবং শেষ হবে ১২ ই নভেম্বর। নজরুল ইসলামের পদক প্রাপ্তীতে বাংলাদেশের কুমিল্লা জেলাসহ বিভিন্ন জেলায় আনন্দের বন্যা বইছে ।
ডিসিটি/ওএল/এসএমকেএন/শেষ