English

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
সারাদেশ সিলেট

মো. সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করেছে।

গত মঙ্গলবার (২৩ মে) রাত ৮ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনখলাস্থ আহত ব্যবসায়ীর চা দোকানে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যবসায়ীর নাম-আব্দুল শাহেদ (২৮)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কুচাখাগাউড়া গ্রামের আব্দুল বারি ছেলে। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মোমিনখলা সেলিম মিয়ার বাসার ভাড়াটে। আহত আব্দুল শাহেদ বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলা ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে আহত শাহেদের ভাই আবুল কালাম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ে করেছেন।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার ২৩ মে বিকেল ৪ টার দিকে তাদের বর্তমান বাসায় বাচ্চাদের নিয়ে একই বাসার জাহিদের লোকদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এ নিয়ে আব্দুল শাহেদের সাথে আসামীদের সাথে কথাকাটাটি হয়। এর জের ধরে ওইদিন রাত ৮ টার দিকে আসামী জাহিদ, ইরুন, সাকিল, শাহীন, রুমুসহ ৭/৮জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাসার পাশে আব্দুল শাহেদের চায়ের দোকানে গিয়ে অর্তকিত আক্রমন করে এবং কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি,লাথি ও লোহার পাইপ দিয়ে মারতে থাকে। শুধু তাই নয় একপর্যায়ে দুর্বৃত্তরা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আব্দুল শাহেদকে আঘাত করে গুরুতর আহত করে দোকানে রক্ষিত কিস্তির নগদ ১৮ হাজার ২০০ টাকা ও একটি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে প্রাণ নাশের হুমকী-দমকী দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে এসএমপি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দোহা পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হবে।